কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন- কি বেশি কঠিন মনে হচ্ছে?সহজ ভাবে বলি , মনিটাইজেশন হচ্ছে ফেসবুকে যখন মানুস আপ নার কন্টেন্ট দেখে বা ভিডিও দেখে তখন বিজ্ঞাপন দেখায় ,এই বিজ্ঞাপন থেকে আয়ের কিছুটা আপনাকে দেয়া হয়।অতএব মানুস যত বেশি আপনার ভিডিও দেখবে আপনি তত আয় করতে পারবেন।বিজ্ঞাপন ছাড়াও স্টারস,সাবক্রিপশন থেকেও আয় করা যায়।

ডিজিটাল এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের উচিত এই সবের ধারনা থাকা।আসুন আজকে আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেতে পারি এই ব্যাপারে জেনে নি।ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিছু শর্ত পূরন করতে হয়।এই পোস্টে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে করণীয় এবং শর্ত গুলো বিস্তারিত জানবো।

পোস্ট সূচিপএঃকিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন

  • ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন
  • ফেসবুকে কন্ট

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন


 কন্টেন্ট মনিটাইজেশন মানে একজন মানুস নিজের বানানো কন্টেন্ট থেকে যখন ডিজিটাল উপায়ে টাকা আয় করে,কন্টেন্ট টা হতে পারে কোনো ভিডিও , পোস্ট বা ছবি।ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা অন্য যেকোনো কন্টেন্ট মনিটাইজেশন এর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা খুবই জ্রুরি,কন্টেন্ট হতে হবে একদম নিজের বানানো অতএব অন্য কোথাও থেকে চুরি করা যাবে না।এছাড়াও কন্টেন্ট যেনো সত্য,মানস্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিভিন্নভাবে কন্টেন্ট মনিটাইজেশন করা যায় যেমন বিজ্ঞাপন দেখিয়ে,সাবস্ক্রিপশন থেকে,সরাসরি অনুদান এর মাধ্যমে,স্পনসরশিপ পাওয়ার মাধ্যমে ইত্যাদি।আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভেবে থাকেন তাহলে এইকাজ গুলো করতে পারেন।কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি আপনার প্রতিভা তুলে ধরতে পারেন এবং প্রতিভা ও পরিশ্রমকে কাজে লাগিয়েই আয় করতে পারেন।

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত 


আজকের এই ডিজিটাল যুগে দাড়িয়ে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনকে পেশা হিসেবে নিয়েছে ,আবার অনেকে পার্ট টাইম জব হিসেবে।তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন?ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনিও পারেন ঘরে বসে আয় করতে।কিন্তু তার আগে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিছু শর্ত জেনে নিতে হবে,চলুন শর্ত গুলো বিস্তারিতভাবে জেনে নি।

মনিটাইজেশনের জন্য অব্যশই ফেসবুক পেজ থাকতে হবে কারণ ফেসবুক প্রফাইল দিয়ে মনিটাইজেশন হবে না তাই আলাদা পেজ বানাতে হবে এবং এই পেজ এ ফেসবুক এর সব রকম নিয়ম মেনে কন্টেন্ট লিখতে হবে।কন্টেন্ট গুলো অব্যশই মান্সম্মত হতে হবে।আপনার পেজে নূন্যতম ১০০০০ ফলোয়ার থাকতে হবে এবংভিডিও গুলো কমপক্ষে ৩ মিনিটের হতে হবে।এছাড়াও মনিটাইজেশনের জন্য বয়স ১৮ হতে হবে। অন্যের কন্টেন্ট কপি করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে,তাই অন্যেরটা কপি করা থেকে বিরত থাকতে হবে।মেটা ক্রিয়েটর স্টুডিও এর মাধ্যমে পরিচালিত হতে হবে।

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আবেদন

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আবেদনের জন্য আপনাকে অব্যশই ফেসবুক ইন্সটল করতে হবে মেটা প্লাটফরমস থেকে ,এরপর পেজ থেকে "প্রফেসনাল ডাশবোড" এ প্রবেস করুন।নিচের দিকে দেখবেন "মনিটাইজেশন"ওইটাই ক্লিক করুন।"নট ইয়েট এভ্লেইবল" সেকশন এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের "আই এম ইন্টারেস্টেড" এ ক্লিক করুন।এবার "সাবমিট ইন্টারেস্টেড"এ ক্লিক করুন।তাহলেই আপনার আবেদন করা হয়ে গেলো।
এবার অপেক্ষা করুন ,এই প্রক্রিয়া সময়সাপেক্ষ।আপনি যদি সবগুলো শর্ত মেনে আবেদন করে থাকেন যেমন ১০০০০ ফলোয়ার,ভিডিও গুলো কমপক্ষে ৩ মিনিটের হতে হবে,মনিটাইজেশনের জন্য বয়স ১৮ হতে হবে ইত্যাদি তাহলে ১ মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন ফিচার পেয়ে যাবেন।তারপর এও যদি না পান তাহলে হেল্প এন্ড সাপোট এ ক্লিক করুন।

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুল

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসগুলো হচ্ছে বিজ্ঞাপন,পোস্ট,ভিডিওইত্যাদি যেগুলো থেকে টাকা আয় করা  যায়।এছারাও রয়েছে পারফরম্যান্স বোনাস,সাবস্ক্রিপশন,স্টারস ইত্যাদি।ফেসবুকে ভিডিও চলাকালিন বিজ্ঞাপন দেখিয়ে বা রিলস চলাকালিন বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়।
যখন লাইভ কোনো অনুস্টহান চলে তখন যারা ভিডিও দেখে তারা স্টারস দিয়ে ক্রিয়েটর দেরকে উতসাহিত করে,যার ফলে আয় হয়।সাবস্ক্রিপশন বা মাসিক চাদা যা মানুস দিয়ে থাকে পছন্দের ক্রিয়েটরদেরকে।
ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুল অয়ক্সেস করার জন্য আপনাকে ফেসবুক প্রফাইল এ যেতে হবে এবং প্রফেশনাল ডাশবোড থেকে "মনিটাইজেশন"এ ক্লিক করুন।এখানে কিছু টুলস দেখতে পারবেন এবং আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আক্সেস পেতে চাইলে আপনাকে এইখান থেকেই আবেদন করতে হবে।

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফরম কি


ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফরম হচ্ছে এমন একটা ফরম যে ফরম কিছু ক্রিয়েত্রদের জন্য বানানো হয়েছে।মানে এই ফরম পূরনের জন্য আপনার যোগ্যতা থাকতে হবে তাহলেই আপনি ফরম পূরন করতে পারবেন।
যোগ্যতা গুলো হতে পারে ফলোয়ার সংখ্যা ,ভিডিও ও অন্যান্য যোগ্যতা ।এই যোগ্যতা গুলো থাকলে আপনি আম্নত্রন পেতে পারেন মেটা চ্যানেল বা ফেসবুক থেকে।আমন্ত্রন পাওয়ার জন্য আপনি আবেদন ও করতে পারেন ।আবেদন করার জন্য আপনাকে ডাশবোড দেখুন অপশন এ ক্লিক করে মনিটাইজেশন অপশনটি খুজতে হবে।মনিটাইজেশন এ ক্লিক করলে "কন্টেন্ট মনিটাইজেশন" আসবে আপনি যদি যোগ্য বা আম্নত্রিত হয়ে থাকেন তাহলে  একটা ফ্রম আসবে,ফরমটি পুরন ক্রুন।

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ


ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সেস ধাপ হচ্ছে ব্যাংক একাউন্ট সেত।ফেসবুকের সকল পলিসি মেনে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অনুমদন পাওয়ার পর "পে আউট "সেটিংস এ যান ।তারপর আপনার ব্যাংক একাউন্ট যোগ করার জন্য একাতা ফরম দেয়া হবে,সেই ফরমটি পুরন ক্রুন।তাহলেই আপনার কাজ সেস ।
এইবার ব্যাংক একাউন্ট এ আপনার আয় করা টাকা জমা হতে থাকবে।


ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের পর কি হবে


আপনি যেমন কন্টেন্ট লিখবেন তেমন আয় করতে পারবেনে এনং আপনার কন্টেন্ট এ ভিও যত বেশি হবে আপনার আয় তত বেশি হবে।কিন্তু ভিডিও বা রিলস এর থেকে ইন্সট্রিম ভিডিও তে আয় বেশি হয়।এছাড়াও লাইক,কমেন্ট,শেয়ার এবং ওয়াচ টাইমের উপর ভিত্তি করেও আয় কম বেশি হতে পারে ,কারন এইগুলা একটা কন্টেন্টকে যোগ্য বা ভালো কিনা তা প্রমান করে।
তাই আপনি যদি চান বেশি আয় করতে তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি কন্টেন্ট লিখতে হবে এবং  কন্টেন্টগুলো নিজের বানানো উচ্চমানের হতে হবে।এছাড়াও লাইক,কমেন্ট,শেয়ার এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করতে হবে।


















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

সিরিয়ালঃ ১