নয়নতারা গাছের ঔষধি গুন
নয়নতারা গাছ সাধারণত ২-৩ ফুট লম্বা হয়,এতে সাদা,গলাপি বা হালকা গোলাপি রঙের ফুল
ফুটে সারাবছর।তবে বিদেশি জাতের নয়নতারা গাছে বিভিন্ন রঙের ফুল দেখা যায়।যেহেতু
সারাবছর ফুল ফুটে তাই বাসার ছাদে অথবা বাসার সামনে নয়নতারা গাছ লাগালে
বাসার সৌন্দর্য বেড়ে যায়।
ফুল নিয়ে কাজী নজ্রুল ইসলাম লিখেছেন,"ফুল ফুটে ফুল ঝরে,জীবন যেমন আসে যায়,তবু ভালোবাসা থেমে না যায়।"ছোটো বড় সবাই ফুল পছন্দ করে থাকে।নয়ন তারা ফুল ও সৌন্দর্য বাড়ায়,তবে নয়নতারা গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না,এর রয়েছে অনেক ঔষধি গুনাবলি।আসুন নয়ন তারা গাছের ঔষধি গুনাবলি জেনে নি।
পোস্ট সূচিপ্ত্রঃনয়নতারা গাছের ঔষধি গুন
চুলের যত্নে নয়নতারা ফুলঃ
চুলের খুশকি দূর করতে এবং চুল পড়া কমাতে নয়ন তারা ফুলের ভূমিকা পরিসীস। নয়ন তারা ফুল মুলতো মাথার চুলের গোড়ায় রক্ত শঞ্ছহালন বাড়িয়ে দেয়,যার ফলে চুল পরার সমস্যা কমে যায়।এছাড়া ও নয়ন তারা ফুলের উপাদান গুলো চুলের ফলিকলকে পুস্টি দেয় এবং চুল মজবুত রাখতে সাহায্য করে।নয়ন তারা ফুল চুলের যত্নে নয়ন তারা ফুলের হেয়ার মাস্ক এবং হেয়ার অয়েল ব্যবহার করা যায়।এর জন্য প্রয়োজনিয় নয়নতারা ফুল সংগ্রহ করা খুব শহজ।এই ফুল বাংলাদেশের ঝোপ-ঝাড়েই পাওয়া যায়।চলুন এ বার জেনে নি কিভাবে চুলের যত্নে ব্যবহার করবেন নয়নতারা ফুলের হেয়ার ওয়েল এবং হেয়ার মাস্ক ।
হেয়ার ওয়েল ব্যবহার এবং প্রস্তুতিকরণ
নয়নতারা হেয়ার ওয়েল বানানোর জন্য প্রয়োজন নারকেল তেল এবং নয়নতারা ফুল।প্রথমেই একটি পাত্রে নারকেল তেল নিয়ে নিতে হবে ১০০ মিলিলিটার ,তেল গরম হলে তার মধ্যে আগে থেকে সংগ্রহ করে ধুয়ে রাখা নয়নতারা ফুল দিয়ে দিতে হবে।এবার কয়েক মিনিট ফুটিয়ে একটি কাচের পাত্রে সংরক্ষন করুন।প্রতি সপ্তাহে অন্তত দুইবার শ্য়ম্পু করার ৩০ মিনিট আগে এই হেয়ার অয়েল ব্যবহার ক্রুন।
হেয়ার মাস্ক ব্যবহার এবং প্রস্তুতিকরণ
হেয়ার মাস্ক ব্যবহার এ চুল হয় সতেজ ও সুন্দর।চুলের জন্য দারুন উপকারি একটি হেয়ার মাস্ক হচ্ছে নয়নতারা ফুল দিয়ে হেয়ার মাস্ক ,এই হেয়ার মাস্ক বানানোর জন্য প্রয়োজন নয়নতারা ফুল,এলোভেরা জেল ও মধু।প্রথমেই নয়নতারা ফুলগুলোর পেস্ট বানিয়ে নিতে হবে।তারপর এর মধ্যে ২-৩ চামচ এলোভেরা জেল ও মধু নিতে হবে এবং ভালো করে মিক্স করুন।এবার মাসে ২ বার এই হেয়ার মাস্ক ব্যব হার করুন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url